আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রাহত

রাজা হবার বিশাল স্বপ্ন নিয়ে অফিস পাড়ায় ঘুরে বেড়াতো লোকটা , একটা আপন সাম্রাজ্য গড়ে তুলবার সাধ । পাহাড় চিরে চঞ্চল ঝরনা, শান্ত ঝিল, উদ্ধত দেবদারু আর অবুঝ কৃষ্ণচুড়া ! মাঝে তার স্বপ্নের রাজপ্রাসাদ ! স্বপ্নের ! প্রাসাদে আলো ছড়াতে আবেশে বিভোর রানী - একটা দোলনা চাই রানীর আর আকাশ তারাদের চুইয়ে পরা আলো ! রূপরঙ যাবতীয় অনুষঙ্গ বাদ ছিলনা কিছুই, এরপর ইটের পরে ইট, দিন পেরিয়ে রাত – শু কিংবা কুপ্রভাত। সাজলো প্রাসাদ ! ঝরনা, ঝিল, দেবদারু আর কৃষ্ণচূড়া সমাবেশ। দোলনায় ঝরে পড়ে তারাদের রুপোলী রোদ , ঝরনার সুরে একাকার সোনালি ঝিলের কৃষ্ণচূড়া এরপর……… ক্লান্ত দোলনায় ছায়াহীন রাজা , জেগে থাকে প্রাসাদ সাথে নিয়ে স্বপ্ন আঁকা দেবদারু রাত। ঠোঁটে নিয়ে ভুল মানুষের ভুল স্বপ্ন , খুব অচেনা আদরে একলা ঘুমোয় রানী । আর রাজা……… অফিস পাড়ায় একটা লোক একগাল দাড়ি, উস্কো-খুসকো চুল মলিন ছেড়া কাপড়ে সময়ের কবিতা ভাঙ্গা ফ্রেম চশমায় প্রতিরাতে তারা গুনে স্বপ্ন দেখে ঠিক তিনশ পয়ষট্টি দিন শুধু ঘুমেরা নিরুদ্দেশ সাথে রানীও।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।