হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র আমি সূর্যের আশপাশ দিয়া হাটাহাটি করিতাম আর রোইদ পুহাইতাম। আমি সূর্যের আশপাশ দিয়া হাটাহাটি করার সময়, একদিন তোমার দেখা পাইলাম। আমি দেখলাম - 'তুমি সূর্যের আলোয় আলোকিত হও।' আমি জিগাইলাম - 'কেনো তুমি নিজের আলোয় আলোকিত নও?' এরপরে আমি কইলাম - 'তুমি নিজের আলোয় আলোকিত হও।' এরপরে তুমি নিজের আলোয় আলোকিত হইলা। আর আমি তোমার আশপাশ দিয়া হাটাহাটি করিতাম এবং রোইদ পুহাইতাম। এরপরে তুমি একদিন আমারে জিগাইলা- "আকাশ থেইকা উল্কাবৃষ্টি পরার সময় তুমি আমার মাথায় ছাত্তি ধরোনাই কেন?"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।