ঝড়ের গর্জন শুনি।অবাধে মেলেছে পাখা মেঘের শাবক।
প্রকৃতির ছায়া দেখি ভোরবেলা হাতপাখা হাতে
ভেঁপু ও বাঁশির শব্দ উড়ে আসে লোকজ প্রভাতে
অন্তরালে উন্মুখর বৃষ্টি যাচ্ঞা কোথায় চাতক?
শোন দেয়া ডাকে। চৈত্র শেষে হাওয়া ঘুরে ফেরে।
কে ডাকে কে ডাকে ভৌতিক হাওয়ায় মেঘ নিদ্রাজলে
কে জড়ায় অবেলায় পাতা কিংবা বৃক্ষের বল্কলে
ওড়ায় পাতার পাখা চন্দ্রাহত ঝড়ের শিখরে।
বাতাস বিন্দুর সঙ্গে মিশে যায় শৈশবের ঘুড়ি
চড়কের মজা শেষে শিস দেয়া মেলার বাঁশির
সুরে সুরে হেঁটে যাওয়া। পায়ে লাগা বৃষ্টির শিশির
রিনিকি ঝিনিকি সুরে বেজে যাওয়া কুমারীর চুড়ি-
এখনো ঘুমের ঘোরে টেনে আনে হালকা রাগে মিঞা-কি-মল্লার;
ঝড়ের গর্জন শেষে অফুরন্ত সুখের আধার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।