আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রাহত



শহুরে ব্যস্ত পুর্নিমা আজ কেমন করে যেন অবকাশ পেল, আমার সঙ্গি হবার! আজ বারান্দা জুড়ে তার অবাধ বিচরন... হৃদয় উজাড় করে তার স্নিগ্ধ আলো বিকোচ্ছে সমস্ত কলঙ্ক ভুলে! তুমিহীনা এ পুর্নিমা আমি দেখব ভাবিনি... ও চাঁদ! তুই কি আমায় আজ ঘরছাড়া করতে পারবি? যতটা নীল বেদনা এই নির্বাসিত হৃদয়ে আছে আজ আমি তা শহুরে ঘুমন্ত রাস্তায় উজার করে দিব; নতুন করে ভালবাসা পাবার জন্য নতুন করে কষ্ট পাবার জন্য! কতদিন নির্ঘুম রাত......... প্রতিক্ষাই যদি আমার দ্বিতীয় সত্তা হয়ে থাকে আজ আমি তা নিজের হাতে খুন করবো! কতটা শাস্তিই বা আমায় পেতে হবে? আমি পরাহত আমি আজ চন্দ্রাহত......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।