শুক্লাতিথির বাঁধভাঙ্গা জ্যোৎস্না জোয়ারে ভাসছে আজ বিমুগ্ধ বিভাবরী। থই থই চন্দ্রালোকে হাসছে চাঁদকুমারী। খলখল হাসিতে ঝরে পড়ছে তার মাথার মুকুট হতে রুপোলী তারার আফসা। জরীর উড়ুনীতে মুখ লুকায় সে কপট মায়াছলে। অনুভুবিন্দুর সাথে যুগে যুগে, চুপে চুপে, সে তার এক গোপন চৌম্বিক আকর্ষিক লুকোচুরির খেলা।
মৃদুমন্দ সমীরনে উতল ধরণী। গবাক তরুর গাঁ ছুঁয়ে দুলছে হাস্নুহেনা। সে অকৈতব সুবাস আর ঝিরিঝিরি হাওয়ায় কাঁপন লাগে নিগুঢ় রাত্রীর বুক চিরে। জাগে হাহাকার। নীড়ে জাগে সাথীহারা আবাবিল।
নির্ঘুম নয়নে খোঁজে সে তার হারানো প্রিয়তম।
বাগিচায় চেয়ে অনিদ্র চন্দ্রাহত পারিজাত। তার অপলক দৃষ্টিমায়ার খানিক দিকভ্রষ্ট অনুভ। ক্ষনিক বিচ্যুতি। ফের বৃত্ত থেকে বিন্দুতে পরিক্রমন, পরিভ্রমন।
যুগে যুগে চুপে চুপে চলে চাঁদকুমারী ও অনুভুবিন্দুর সেই অভূত ঐশ্বরিক খেলা। এক গোপন চৌম্বিক অনিঃশ্বেষ লুকোচুরির খেলা। অবিচল অবিরল। ভ্রুক্ষেপ নেই কোনো অনুভ রাজপুত্রের চন্দ্রাহত পারিজাত বা আহাদিল মানবীর তরে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।