লোকে বলে আমি ভালো হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর যে ঘোষণা তাতে তাদের দাবি না মানলে নাকি ভয়াবহ পরিস্থতির সৃষ্টি হবে সেই ঈংগিত আছে...ইসলাম হেফাজতের নামে তেনারা কি ইসলামকেই অবমাননা করছেন না। ইসলাম মানে কি? নবীজী (সাঃ)র শেষ ভাষণ থেকে আমরা কি জানতে পারি...যারা বিদায় হজ্জের বাণী ভুলে গেছেন তারা দেখে নিতে পারেন। ইয়া নফসি ইয়া নফসি করেও আমরা সাধারণ উম্মতরা যেখানে কুল পাবনা...সেখানে আমরা কি এতই কামেল হয়ে গেছি যে ইসলাম হেফাজতের নামে গৃহযুদ্ধে নেমে পড়ছি। হিংস্র রাজনীতিতে মেতে ইসলাম হেফাজতের নামে শত শত মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছি...আর মজা নিচ্ছি। আখেরী জামানায় সবাই সামান্যতম ধর্ম-কর্ম করলেও সেটা নিয়ে এমন বেশী অন্যদেরকে অবজ্ঞা করে যে...অন্যদেরকে হিসাবের মধ্যে আনতেই রাজিনা তারা।
তাদের মতে তারাই বেহেশত বাসী...ইসলামের হেফাজতকারী আর বাকিসব জাহান্নামি...বিপথগামী...ইসলামের অবমাননাকারী। এই ধারণাই ত ভুল। আমরা কেউই বলতে পারিনা আমাদের মধ্যে কে জান্নাতী/জাহান্নামী। কার কোন ভালো কাজের স্বীকৃতিস্বরুপ কাকে আল্লাহ তায়ালা জান্নাতবাসী করবেন। আর স্বয়ং নবীজী (সাঃ) যেখানে বলে গেছেন যার যার ধর্ম তার তার...কেউই কাউকে ধর্ম পালনে যেন কোন বাধাদান না করে।
শান্তির পথে যদি ডাকতেই হয় কেন আমাদের পথ অহিংস হবেনা। ইসলাম এমন এক ধর্ম যা কারও উপর চাপিয়ে দিতে হয়নি। আজ কেন আমাদেরকে গায়ের জোর খাটাতে হচ্ছে। ধর্ম মানা না মানা মানব মনের অভ্যন্তরীন ব্যাপার। পৃথিবীতে কত শত ধর্ম আছে।
কে কোনটা পালন করবে সেটা তার ব্যাপার। সেই হিসেবে নাস্তিকতাও একটি ধর্মের মধ্যেই পরে...কেউ যদি নাস্তিক হয় সে তার ধর্মই পালন করবে। সেক্ষেত্রে তার কাজ সে করবে আমার কাজ আমি...আর নাস্তিকদের কোন প্রচারণায় যদি আমি বিভ্রান্ত হই সেই দায়ভার আমারই। আমার কাজ হচ্ছে সঠিক পথ বেছে নেওয়া। আমি যদি তা না পারি সেটা আমারই ব্যার্থতা।
নাস্তিকের দোষ দেয়াটা এক্ষেত্রে ছেলেমানুষী/পাগলামী। তাই আগে নিজেদের দিকটাই হেফাজত করি...এভাবে হিংস্র পথে ইসলাম হেফাজত করার দায়িত্ব আমাদের উপর বর্তায় না। ইসলাম হেফাজত করতে পারি আমরা এক উপায়েই সেটা হল নিজের ভালোটুকু অন্যের মাঝে ছড়িয়ে দিয়ে। নবীজী (সাঃ)এর ব্যাবহারে মুগ্ধ হয়েই বড় বড় কাফিররা ইসলাম গ্রহন করেছেন এটা আমাদের মনে রাখতে হবে। স্বয়ং আল্লাহ তায়ালা ইসলামের হেফাজতকারী।
আল্লাহ সবাইকে সুমতি দিন...আমীন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।