আমাদের কথা খুঁজে নিন

   

একটি ধর্মহীন পরীক্ষার প্রশ্নোত্তর ফাঁস!

প্রায় প্রতি রাতেই অন্তত একবারহলেও নিজের সাথে দেখা হয়ে যায়। তখন নিজের সাথে নিজেই বিতর্কে জড়িয়ে পড়ি। দ্বিধা, দ্বন্দ, ক্ষোভ, আনন্দ, দুঃখ আর প্রতিবাদে মুখর থাকে সেই ক্ষণ। এসব অনুভূতি প্রকাশ করার মতো কাউকে যখন পাই না। তখন লিখতে বসে যাই।

১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম বলেছে, ইসলামবিরোধী নারীনীতি, শিক্ষানীতি বাতিলসহ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী-পুরুষের একসাথে চলাফেরা নিষিদ্ধ করতে হবে। প্রশ্নঃ এই ১৩ দফা দাবি হেফাজতে ইসলাম কার কাছে করেছে? ঊত্তরঃ বর্তমান সরকারের কাছে। প্রশ্নঃ সরকার প্রধান কে? উত্তরঃ শেখ হাসিনা। প্রশ্নঃ শেখ হাসিনা কী নারী না পুরুষ? উত্তরঃ কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা একজন নারী।

প্রশ্নঃ শিয়ালের কাছে মুরগী দাবী (চায়) করে কে? উত্তরঃ গাধা। প্রশ্নঃ গাধা'র ইংরেজী ও আরবী কী? উত্তরঃ Ass, donkey, حمار প্রশ্নঃ লোল বা লুল ইংরেজীতে কিভাবে লেখে? ঊত্তরঃ LOL (laughing out loud) প্রশ্নঃ হাসিতে হাসিতে মরিয়া গেলাম এর বর্তমান চলিত রূপ কী? উত্তরঃ মাইরালা আমারে মাইরালা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.