আমাদের কথা খুঁজে নিন

   

একটি জ্বলন্ত সিগারেট ও নারী সাহসিকা!

এখন থেকে ঠিক এক ঘন্টা আগে সংসদ থেকে শাহবাগ হয়ে হলে ফিরছিলাম। শাহবাগ মোড়ের ফোয়ারা বরাবর ব্যস্ত চায়ের দোকানগুলোর সামনের মাঝ রাস্তায় এক যুবকের সঙ্গে ২৪/২৫ বছর বয়স্ক সুন্দরী এক নারীকে কোনো রকম রাখঢাক ছাড়াই জনসম্মুখে সিগারেট খেতে দেখেছি। দৃশ্যটি আমার ভাল লেগেছে। ভাল লাগার বিষয়টি নারীর সিগারেট খাওয়া নয়, বরং ভাল লাগার কারন হলো ডেমকেয়ারলি কোনো ধরনের সংকোচ ছাড়াই সিগারেট তার খাওয়ার দৃশ্যটি। সিগাারেট আমি অনেক মেয়েকে খেতে দেখেছি, আমার নিজের ডিপার্টমেন্টের অন্তত দুই ডজন মেয়ে নিয়মিত সিগারেট পান করে।

চারুকলায়, নাট্যকলায়, বাম ঘরানার নেত্রী ও নারী সাংবাদিকদের আমি প্রায়ই সিগারেট সেবন করতে দেখি। কিন্তু তাদের মধ্যে সিগারেট খাওয়ার বিষয়ে আকর্ষণের চেয়ে ফ্যাশন অনেক বেশি লক্ষ্য করেছি। একই সঙ্গে আমার দেখা নিয়মিত সিগারেট খাওয়া নারীদের অধিকাংশকেই এ বস্তু পান করার সময় রাখঢাক করে, অবনত হয়ে যায়। সিগারেট টেনে ধোঁয়া অন্যরা যাতে না দেখতে পায় হাত দিয়ে চেপে তা দ্রুত সরিয়ে দিতে দেখেছি তাদের। তবে আমার পরিচিতদের সিগারেট পান আর আজকের নারীটির সিগারেটে পানের মধ্যে আমার কাছে একটি বড় পার্থক্য ধরা পড়েছে।

আর তা হলো আমার পরিচিত নারীরা সিগারেট খায় ফ্যাশনবশত, আর আজকের নাম না জানা নারীটির সিগারেট পানে আমি আকর্ষন এবং ফ্যাশন উভয়েরই কম্বিনেশন লক্ষ্য করেছি। জলন্ত সিগারেট মুখে নাম না জানা নারীকে আমার সত্যিই সাহসী মনে হয়েছে! ঠিক যেন নারী সাহসিকা! সাহসী নাম না জানা নারীর জন্য শুভকামনা রইল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.