আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের শোকগাঁথা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সমীপে

অপ্রিয় এবং অবাঞ্ছিত... অনেকটা সময় পার হয়ে গেছে, টিভিতে নিউজ দেখি না। বাসার কেউ নিউজ দেখতে বসলে পাশে আমার ঘর থেকে শুধু শুনি, আর ল্যাপ্টপের স্ক্রীনের সাথে চোখে আঠা লাগিয়ে রাখি। এই আমিও মেহেরুন রুনির নাম শুনেছি। আজ সকালে যখন তার ছবি দেখলাম, চিনেও ফেললাম। নাহ, হাতে গোণা কয়েকজন মুখচেনা রিপোর্টারদের মধ্যে উনি আছেন।

সহব্লগার সাগর ভাই ব্লগ লেখেন না বহুদিন। তাঁর ব্লগে বেশি যাইনি, করিনি মন্তব্যও। আমি জানতামও না তিনি মেহেরুন রুনির স্বামী। আজ যখন তাঁর শেষ পোস্টে প্রথম মন্তব্য করলাম, আঙ্গুলগুলো ফসকে যাচ্ছিল। বেমানান মন্তব্য একটা, এ মন্তব্য করার কথা নয় অদ্ভুত রসিক পোস্টে।

..........................."সাগর ভাই... আমার হাতও শোকাহত, আপনার ব্লগে টাইপ করে মন্তব্য লিখতে খাবি খাচ্ছে। আল্লাহ আপনাকে আর ভাবিকে জান্নাতে নসিব করুন। " মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক, আমাদের সহব্লগার সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি'র নৃশংসভাবে খুন হওয়ার ঘটনা প্রথম পড়ার পর আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। তাদের সন্তান, মেঘ, ৫ বছরের নিষ্পাপ বাচ্চা ঘুম থেকে উঠে দেখলো তার বাবা মায়ের রক্তাক্ত লাশ। এরচেয়ে ভয়ঙ্কর কিছু কারও জীবনে ঘটতে পারে? ছেলেটা এখন জীবন শিখবে কার কাছ থেকে? ছেলেটা কার কাছে বায়না করবে? তার ভবিষ্যত কী? সে ভয় পেলে কাকে ডাকবে? স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে? ভুল করেও না।

আপনি তার কাছে একটা দুঃস্বপ্ন। স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কী বিরোধীদলের বিক্ষোভের নামে হত্যা, না যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করার ষড়যন্ত্র? স্বরাষ্ট্রমন্ত্রী, এবারও আপনি বিচ্ছিন্ন ঘটনা বলে পার পেয়ে যাবেন। এই ঘটনার বিচার হবে কীনা জানিনা। কিন্তু সৃষ্টিকর্তা বলে উপরে একজন আছেন। তার কাছে আপনি কী জবাবদিহি করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যখন আপনার নির্বাচনী এলাকায় আসেন, আমজনতা আপনার গাড়ির দিকে কীভাবে তাকায় তা খেয়াল করেছেন? অবশ্য আপনার দামি গাড়ির জানালার কালো কাঁচ ভেদ করে বিষদৃষ্টি অনুভূত না হওয়ারই কথা।

শেষ প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী। আর কয়টা লাশ পড়লে আপনি পদত্যাগ করবেন? ... ফটোঃ ইঞ্জিনিয়ার জনি, অপ্রকাশিত'এ পোস্টকৃত ... ...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।