আমাদের কথা খুঁজে নিন

   

একটি করুণ শোকগাঁথা



৬১ হিজরীর ঐ কারবালায় নবী পুরী কাঁদে পানি পিপাসায়। । এক ফোটা পানি দেয়নি তারা ছোট্ট শিশু আসগারের গলায়। ঐ পানির জন্যে সবার বুক জ্বলে যায় তাই দেখে আসগার অস্থির দোলায়। ।

পানির পিপাসায় আত্মহারা তাইতো সে দোলা থেকে নিজেকে ফেলায়। ঐ আসগারকে নিয়ে হোসাঈন আমার তাদের কাছে গিয়ে পানি চায় ধার। । পানির বদলে কাফেরেরা তীর চালায় ছোট্ট আসগারের গলায়। ঐ রক্ত নিয়ে হোসাঈন আকাশ পানে চায় আকাশ বলে হোসাঈন মাফ কর আমায়।

। ঐ রক্ত যদি আকাশে দাও দিব না বৃষ্টি আর ঐ দুনিয়ায়। ঐ রক্ত নিয়ে হোসাঈন জমিনে তাকায় জমিন বলে হোসাঈন মাফ কর আমায়। । ঐ রক্ত যদি জমিনে দাও ফসল হবে না আর কোন জায়গায়।

ঐ অবশেষে হোসাঈন নিজের মুখে রক্তগুলোকে নিলেন মেখে। । আমার হোসাঈনের কি যে জ্বালা জানে শুধু সেই মহান খোদায়। ঐ আসগারকে দাফন দেয় কারবালায় তার লাশে আবার বর্ষা চালায়। ।

আসগার আমার আমার দেখ কত অসহায় দ্বিতীবার তার লাশকে উঠায়। ঐ হে প্রভূ মোদের এই কামনা যেন তাদের দুঃখ ছাড়া দুঃখ পাই না। । তাদের সুখেতে আমরা সুখী তাদের শোকেতে অশ্রু ঝড়ায়। ঐ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.