আমাদের কথা খুঁজে নিন

   

শোকগাঁথা- তারেক মাসুদ স্মরণে

কপি করবেন না শুধু লিঙ্ক শেয়ার করুন ☼শোকগাঁথা☼ ~~~~~~~~ ব্যঙ্গাচিতে ভরে গেছে চৌবাচ্চা কে আর করবে সাফ তুমি মোদের দিয়েছিলে আশা, ছেড়েছিলাম হাঁফ। পঙ্কে নিমজ্জিত, কদলি দলিত রাস্তা কিছু সৃগালে পাশে বসে করছিল হুয়া হাক্কা। তুমি এসে টেনে তুললে, হাতে নিলে ঝান্ডা এক ঝটকায় ফেলে দিলে নিলো যারা ডান্ডা। তালি দিল বিশ্ববাসী, কান পুরষ্কার হাতে গর্বে ভরালে মন, পেয়েছি তোমাকে। এখন কে শোনাবে আর মুক্তির গান কার ছবিতে আছে বল এত এত প্রাণ।

কে নিয়ে যাবে ওই অস্‌কার দরগায় আর কেউ নেই ভাই দেখাবে যে গর্‌জায়। কে বানাবে আর মাটির ময়না আমার যে আরো চাই, আছে আরো বায়না। পদে পদে ছিল তব ঝর আর ঝঞ্ঝা লড়ে ছিলে কত গোঁড়ার সাথে পাঞ্জা। কোন কিছুই পারেনি টলাতে তোমারে ফুঁ দিয়ে ফেলে দিলে দেশপ্রেম সাথে রে! আজকে হাই কি শুনিলাম বুক আমার ভাঙ্গিল আকাশের চান কি মুখ থুবড়ে পড়িল? ক্ষয় নাই ক্ষয় নাই স্বপ্নের ক্ষয় নাই তুমি নিয়ে ফেলেছ বাঙ্গালীর প্রাণে ঠাঁই। প্রেম জানাই হে বন্ধু তারেক মাসুদ তোমায় পরকালের সব বাধা সরে যাবে এই কামনায়।

এই অমলিন হাসি আর দেখবনা চোখে প্রাণভরে দিলাম তাই ভালোবাসা তোকে। [দয়া করে কপি করবেন না, শুধু লিঙ্ক শেয়ার করতে পারেন]  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।