আমাদের কথা খুঁজে নিন

   

একটি অধ্যায়

আমি এরকমই ছিলাম এ ভাবেই ছিলাম অর্ধ চন্দ্রর পানে মুখ তুলে তাকিয়ে পূর্ণ চাঁদের আলোয় পূর্ণিমার আলো দু’হাত তোলে ভিক্ষা চেয়ে ছিলাম। আমি এরকমই ছিলাম এ ভাবেই ছিলাম সূর্যের আলোয় বাদুরের মত সুর্দীঘ বৃক্ষের পাতার আড়ালে নিজেকে লুকিয়ে ছিলাম আমি এরকমই ছিলাম এ ভাবেই ছিলাম পৌষের রাতে কনকনে শীতে অন্ধকার আকাশে চোখ মেলে কুয়াশার শরীর ভেদ করে নক্ষত্র খুঁজে ছিলাম আমি এরকমই ছিলাম এ ভাবেই ছিলাম জন্ম লোভে আমি জননীর দেহের রক্তপানি চুষে খেলাম তারপর; ক্রমষই মাতৃ গর্ভে বেড়ে উঠলাম। আমি এভাবেই সৃষ্টি হলাম এভাবেই পৃথিবীতে এসেছিলাম আশ্চর্য হলাম তখন নিজেকে বিকষিত করার লক্ষ্যে জননীর জরায়ুর মুখে যখন প্রাণপন আঘাত করলাম তখনও মা নিজের জীবনের বিনিময়ে আমারই শুভ আগমনের জন্য বারবার ইশ্বরকেই ডেকে ছিলেন আমি সব দেখে ছিলাম আবার ভুলেও গেলাম আমি এরকমই ছিলাম এমনটাই করে ছিলাম জননীর’চে অধিক ভালোবেসেছিলাম অন্য নারীকে, তখন আমার দৃষ্টিতে অন্য নারী মানে আমার গোটা পৃথিবীর ইশ্বর আমি হঠাৎই এরকম হয়ে গেলাম তারপর- এভাবেই ছিলাম। আমার ইশ্বরকে ভালোবাসার প্রতিদানে অপ্রত্যাশিত অসম্ভব দাবানল গ্রহন করলাম আমি জ্বলতে শুরু করলাম জ্বলে জ্বলে.. আমি এরকমই ছিলাম এ ভাবেই পুড়ে ছিলাম অগ্নিগীরির ভেতরে আমি জীবনের প্রয়োজনে সেই অগ্নিকেই আমার জীবনাস্ত্র করলাম অজস্র অপশক্তিকারীনিদের বিপুলবিনাষ রচনা করলাম আমি এরকমই ছিলাম এ ভাবেই ছিলাম অজান্তে অন্ধকারে পা বাড়ালাম অন্ধকারে অন্ধকারে অন্ধকারে সব কিছু হতে বঞ্চিত হলাম পুর্নজন্মে সকল ফিরে পাওয়ার আশা নিয়ে বর্তমান থেকে নিজেকে গুটিয়ে নিলাম আমি এরকমই ছিলাম এ ভাবেই ছিলাম সকল আয়োজন শেষে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করলাম আমি চিরকাল একা ছিলাম সেই একা একাই রইলাম আমি এরকমই ছিলাম এ ভাবেই ছিলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.