গর্জে ওঠার এইতো সময়.... তিতাস বাচাও, দেশ বাচাও আপনি প্রতিদিনই ইন্টারনেট ব্রাউজ করেন, আর তা করতে গিয়ে আপনাকে অবধারিতভাবেই বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে হয়। কিন্তু সব ওয়েবসাইট এর এডড্রেস কি আপনার পক্ষে মনে রাখা সম্ভব? সে এডড্রেসগুলো বারবার টাইপ করাও কি বিরক্তিকর নয়? যদি আপনি এডড্রেস মনে রাখা এবং তা বারবার টাইপ করার ঝামেলা এড়াতে চান তাহলে এ টুলবারটি শুধু আপনারই জন্য। এ টুলবার ব্যবহার করার জন্য আপনিই উপযুক্ত ব্যাক্তি। আপনাকে অগ্রীম ধন্যবাদ।
আপনি চাইলে এখনই আপনার ব্রাউজারে যুক্ত করতে পারেন টুলবারটি।
তার জ্ন্য আপনাকে যেতে হবে নিচের এই ঠিকানায় এখানে ক্লিক করুন এবং আপনি যে ব্রাউজার ব্যবহার করেন নীচের আইকন গুলো থেকে সেই ব্রাউজার এর আইকনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। ব্যবহার করেই দেখুন আশা করি ভাল লাগবে ।
এই টুলবারে বৈশিষ্ট :
১. এতে বাংলাদেশের উল্লেখযোগ্য সকল দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা, ম্যাগাজিন, ব্লগ, আন্তর্জাতিক পত্রিকা/সাময়িকী সমূহের লিংক যুক্ত করা আছে।
২. এতে বাংলাদেশের সকল সরকারী/বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের লিংক পাবেন খুব সহজেই
৩. এতে আপনি বাংলাদেশের সব জবস সাইট এর লিংক পাবেন ।
৪. এতে আপনি ইসলামিক অনেক ওয়েবসাইট এর লিংক পাবেন ।
৫. পরিবহন সংক্রান্ত তথ্য পাবেন।
৬. বাংলাদেশের সকল জেলার ওয়েবসাইট এর তথ্য পাবেন।
৭. বাংলাদেশের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সরকারী বিভিন্ন সংস্থার ওয়েবসাইটের লিংক পাবেন।
৮. বাংলাদেশের সকল ব্যাংক সমেূহের লিংক পাবেন।
আপনাদের চাহিদামত আরো সুবিধা যুক্ত করা হবে।
টুলবারটি ডাউনলোড করুন এখান থেকে
bdwebinfo
অফিস সর্টকাটঃ আপনি খুব সহজে মাইক্রসোফট অফিসের বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপলিকেশন খুব টুলবারে যোগ করতে পারেন।
যেভাবে করবেনঃ-
১. টুলবার অপশনে Usefull component এ ক্লিক করুন।
২. এইখান থেকে আপনার পছন্দমত অ্যাপলিকেশন যোগ করে নিন টুলবারে।
সার্পোট সিস্টেমঃ টুলবারের যেকোন ধরনের সাহায্যের ব্যবস্থা রয়েছে ।
বি.দ্র. : টুলবারটি নিয়মিত আপডেট এর কাজ চলবে।
কারো কোনো লিংক যোগ করার থাকলে আমাকে মেইল করলে তা যোগ করে দেওয়া হবে। টুলবারটির মানোন্নয়নে আপনাদের পরামর্শ আশা করছি।
mail me - ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।