১. বিশাল একটা চাঁদের নিচে মাঠ কি মাঠ অগণন শূন্য হাঁড়ি উথলে শিশুদের কান্নাধ্বনি গড়িয়ে যাচ্ছে দশদিকে ডেকে আনছে চির গর্জনশীল সমুদ্রকে শূন্য হাঁড়ি ভরে উঠবে যেনো পাথরেই যেনো পাথরেই! ২. বিশাল সেই আকাশের নিচে ঢাকনাহীন শত শত শূন্য হাঁড়ির উপর দিয়ে লাফিয়ে চলে গেল অন্ধকারকে ভীতিকর করে গেল আরও ঘাস ফড়িঙের মতো চাঁদ পলকে ভরে উঠবে সব পাথরেই তবু পাথরেই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।