রাহুল তখন একটা বানর পুষত। চারুকলায় নিয়ে আসত। ঐ বানর আমাদের সব্বারই ডাকনাম ধরে ডাকত। এর মধ্যেই এলো পহেলা বৈশাখ, চারুকলায় ঝিকিমিকি আয়োজন। পহেলা বৈশাখের র্যালিতে রাহুলের পেছনেই আমি, ধুতি-পাজ্ঞাবি পরা ছেলেটি... ছবিটা পেলাম আর্টিস্টম্যান কনকের সৌজন্যে। কনক আর রাহুলরাই ভাসিয়ে দিচ্ছে সময়, জলের গানে। রাহুল, পরর্বীতে ব্ল্যাকআউটের প্রধান দুই চরিত্রের একটি... কনকও, তুমিও বন্দি, পুরোনো দিনের কাছে। অন্তত ঘণ্টাখানেকের ফুটেজে...দেখি, কী করা যায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।