আমাদের কথা খুঁজে নিন

   

একটি ব্যবসায়িক পোস্ট – আইটেম – গার্মেন্টস ।

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে যারা বাংলাদেশের বাহিরে থাকেন , বাংলাদেশ থেকে গার্মেন্টস এর বিভিন্ন আইটেম ইমপোর্ট করে থাকেন মুলত তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি । আমি একজন গার্মেন্টস মার্চেন্টডাইজার বর্তমানে আমার চাকুরীর পাশাপাশি সম্পূর্ণ নিজ উদ্যোগে একটি ব্যবসা শুরু করেছি সেটা হল গার্মেন্টস এর শিপমেন্ট এর পর ৫% অতিরিক্ত যে মালামাল গুলো রয়ে যায় সেগুলো আমি কিনে আনি এবং আমার নিজস্ব হাউসে রাখি যেগুলোর পরিমাণ সর্ব নিন্ম ৫০ পিছ থেকে ১০০০ পিছ পর্যন্ত যেগুলো অনায়াসে দেশের বাইরের মার্কেটের জন্য পারফেক্ট । চাকুরির সুবাদে আমার কম বেশী ১০-১৫ টা ফ্যক্টরীর টপ ম্যণেজমেন্ট এর সাথে ভাল সম্পর্ক তারা আমাকে নিয়মিত মালামাল দিবে এমন একটা কথা দিয়েছে । তা ছাড়া আমি আমার নিজস্ব হাউস থেকে ছোট ছোট পরিমাণের ফ্রেশ অর্ডার ও করছি। ( নিট , ওভেন এবং সোয়েটার ) ।

বর্তমানে আমার হাউসে বিভিন্ন ব্রন্ডের বিভিন্ন আইটেমের মালামাল রয়েছে। আমার অফিস ঢাকা এয়ারপোর্টের সন্নিকটে । এখন মুল বিষয় হল, যদি কেউ থেকে থাকেন বিদেশে ব্যবসা করবেন ভাবছেন অথচ প্রপার চ্যনেল পাচ্ছেন না তারা আমার সাথে মেইলে অথবা ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন । SONJOY MAJUMDER ( MANAGING DIRECTOR) Creation & Design Bangladesh e-mail : / cell : +8801915-605005 Skype – cndbd786 ******************* সবাইকে অনেক ধন্যবাদ । প্রিয় সামুতে এ ধরনের ব্যবসায়িক পোস্ট দেবার জন্য আমি দুঃখিত ।

যারা বাংলাদেশের বাহিরে থাকেন , বাংলাদেশ থেকে গার্মেন্টস এর বিভিন্ন আইটেম ইমপোর্ট করে থাকেন মুলত তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি । আমি একজন গার্মেন্টস মার্চেন্টডাইজার বর্তমানে আমার চাকুরীর পাশাপাশি সম্পূর্ণ নিজ উদ্যোগে একটি ব্যবসা শুরু করেছি সেটা হল গার্মেন্টস এর শিপমেন্ট এর পর ৫% অতিরিক্ত যে মালামাল গুলো রয়ে যায় সেগুলো আমি কিনে আনি এবং আমার নিজস্ব হাউসে রাখি যেগুলোর পরিমাণ সর্ব নিন্ম ৫০ পিছ থেকে ১০০০ পিছ পর্যন্ত যেগুলো অনায়াসে দেশের বাইরের মার্কেটের জন্য পারফেক্ট । চাকুরির সুবাদে আমার কম বেশী ১০-১৫ টা ফ্যক্টরীর টপ ম্যণেজমেন্ট এর সাথে ভাল সম্পর্ক তারা আমাকে নিয়মিত মালামাল দিবে এমন একটা কথা দিয়েছে । তা ছাড়া আমি আমার নিজস্ব হাউস থেকে ছোট ছোট পরিমাণের ফ্রেশ অর্ডার ও করছি। ( নিট , ওভেন এবং সোয়েটার ) ।

বর্তমানে আমার হাউসে বিভিন্ন ব্রন্ডের বিভিন্ন আইটেমের মালামাল রয়েছে। আমার অফিস ঢাকা এয়ারপোর্টের সন্নিকটে । এখন মুল বিষয় হল, যদি কেউ থেকে থাকেন বিদেশে ব্যবসা করবেন ভাবছেন অথচ প্রপার চ্যনেল পাচ্ছেন না তারা আমার সাথে মেইলে অথবা ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন । SONJOY MAJUMDER ( MANAGING DIRECTOR) Creation & Design Bangladesh e-mail : / cell : +8801915-605005 Skype – cndbd786 ******************* সবাইকে অনেক ধন্যবাদ । প্রিয় সামুতে এ ধরনের ব্যবসায়িক পোস্ট দেবার জন্য আমি দুঃখিত ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.