আমাদের কথা খুঁজে নিন

   

জানালার ধারে

অভাগা যেদিকে চায়...! তখন মাত্র সন্ধ্যা নেমেছে লাল দিগন্তে, অন্যরকম আয়োজন, অন্ধকার নিংড়ে বেরোল কেবল তোমার অপেক্ষায় কেটেছে সারাবিকেল আড়মোড়া ভেঙ্গে, শীতের চাদর জড়িয়ে এলাম জানালার ধারে।। হঠাত একটু আলোর ঝলকানি সেই বুঝি এলে তুমি! ছিমছাম বেশ, কপালে লাল টিপ একটা শাল আর বালুচুরির ছোঁয়া‌য ঢেকে আছে যৌবন তোমার। অপলক নেত্রে তাকিয়ে, দেখছ কী তুমি আমায়? অন্ধকারেও এত রুপ কমনীয় চাহনি, সুদুরে, ছটফটানি হৃদয়ের মাঝে আরেকটি সন্ধ্যার স্মৃতি, জানালার ধারে, এই খানে ।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।