আমাদের কথা খুঁজে নিন

   

জানালার পাশে

আমার ব্যক্তিগত ব্লগ আমি সব সময়ই জার্নিতে জানালার পাশে বসতে পছন্দ করি। রাত হোক, বা জানালা দিয়ে বাইরে কিছু দেখা যাক বা না যাক, আমি পুরো জার্নিতে বাইরে তাকিয়ে থাকি। একবার ছোট বেলায় বড় প্লেনে দেশে ফিরছি। সিট পড়েছে মাঝখানের সারিতে। আমার আবার জানালা দিয়ে বাইরে না দেখলেই নয়, আব্বা এক বাংগালীকে অনুরোধ করলেন আমাকে কিছুক্ষন জানালার পাশে বসতে দেয়ার জন্য।

আমি বসে মেঘ দেখছি তো দেখছি, এক সময় বিরক্ত হয় ঐ ভদ্রলোক বললেন, কিছুই তো দেখা যায় না, তুমি আর কতোক্ষন বাইরে তাকিয়ে থাকবে? আমি লজ্জিত হয় নিজের সিটে চলে আসলাম। আমি জানতাম না উনি দাড়িয়ে অপেক্ষা করছেন। ইউনিভার্সিটি থাকতে সিলেট থেকে রাতের ট্রেনে ফিরার সময় পুরো রাস্তা বাইরে কালো অন্ধকারের দিকে তাকিয়ে থাকলাম, কোন দৃশ্য না আবার মিস করি। বিয়ের পরও স্বভাব পাল্টায়নি, সব সময় জানালার পাশে বসি। তাই ছেলে সব সময় মায়ের কোলে থাকতে পছন্দ করে, কারন এতে জানলা দিয়ে ও বাইরে ভাল দেখতে পায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।