আমাদের কথা খুঁজে নিন

   

জানালার বাইরে

যে জীবন ঘাসফড়িঙের, যে জীবন রঙিন প্রজাপতির, ঐ জীবন পেলে মন্দ হতো না।

আজকাল সময়ে অসময়ে জানালায় দাঁড়াতে বড়ো ভালো লাগে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল দেখি, দুপুর দেখি, গোধূলি দেখি, সন্ধ্যা দেখি, রাত দেখি।
পাখিদের ডানা ঝটপটিয়ে উড়ে যাওয়া দেখি,
পাশের বাড়ির ছাদে ব্যস্ত খরগোশের লাফঝাঁপ দেখি,
বাড়ির সামনে বেড়ে উঠা মাধবীলতার ঝাড় দেখি,
হুঁশ হাস করে ছুটে যাওয়া গাড়ি দেখি,
ফেরিওয়ালার ফেরি দেখি, পথের কুঁজো ভিখিরিকে
জীবন নিয়ে ধুঁকতে দেখি,
রিকশাওয়ালার অক্লান্ত দুই পায়ে টেনে নেয়া জীবন সংগ্রাম দেখি,
স্কুল পালান ভীতু চেহারার পুঁচকে ছেলেমেয়ের জুটি দেখি,
আমাগাছে নতুন গজানো পত্রমঞ্জুরি দেখি,
রাত দুপুরে সাইরেন বাজিয়ে ছুটে চলা পুলিশের গাড়ি দেখি,
নিশুতি রাতের নিস্তব্ধতা চিরে বাঁশি বাজিয়ে
সাইকেল চালিয়ে ছুটে যাওয়া কমিউনিটি পুলিশ দেখি,
রাতের আকাশে নিঃসঙ্গ চাঁদ দেখি, তারাদের মিটিমিটি দেখি,
শো শো শব্দ করে রঙিন আলো জ্বালিয়ে
রানওয়েতে নেমে আসা প্লেন দেখি।
দিনরাত দেখেই চলি, দেখার আর শেষ হয় না।
দেখতেই থাকি, দেখতেই থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।