আমাদের কথা খুঁজে নিন

   

জানালার চোখ

জানালা দেখো তাকায় কি ভিষণ আলিঙ্গনের মোহে, বুকে তার বিশাল আকাশে, নীল সাদা রং-এর তুলিতে কতো কি এঁকে ডাকছে তোমায়। জানালা দেখো তাকায় ভীষণ দুপুরের নিশ্চুপতার কাজল মেখে চোখে। দু’টি চিল তোমারই মনের হারানো ইচ্ছা নিয়ে উড়ে ঐ দূর আকাশে, গাছের পাতায় হাহাকার করে যায় বাতাসের নাও, জানালা তাকায় যেন তার কাছে যাও , কতো কাল একলা সে যে! জানালা দেখায় তার যাদুকরি হাত, সাবধান! তুমি যেনো শুয়েই শুধু থাকো এই বেলা নয়তো তোমার মরণ নির্ঘাত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।