এই ব্লগের যাবতীয় কর্মকান্ড জুনায়েদ খানের অনুর্বর মস্তিষ্কের অহেতুক পাগলামি ! বৈ কিছু নয়। অপরাধীর জন্য তো মায়া কান্না কেঁদে লাভ নেই। “ব্লগার” নামক স্বজাতির জন্য নৈতিকতা বিসর্জন দেয়া ব্লগারদের মানায় না। আস্তিকতা-নাস্তিকতা একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ধর্মকে আক্রমণ করাটা ব্যক্তিগত ব্যাপার নয়।
আমি এই অপরাধী ব্লগারদের জন্য মায়া কান্না কাঁদতে পারব না। তাহলে সকল চোর-ডাকাত, খুনি, ধর্ষক, যুদ্ধাপরাধী... ... সবার জন্য কাঁদতে হবে! কারণ ওরাও যে মানুষ; আমার স্বজাতি! মত প্রকাশের স্বাধীনতা মানে যা ইচ্ছা তা করা নয়। স্বাধীনতার সংজ্ঞাটা আমাদের ভালোভাবে বুঝা উচিৎ। এসব কলঙ্কিত ব্লগাররাই ব্লগের রেপুটেশন নষ্ট করছে। স্বজন-প্রীতি না করে এসব ক্ষেত্রে একটু কঠর হওয়া ভালো।
মডারেশন বোর্ড শক্তিশালী হলেই এসব গ্রেফতার এড়ানো সম্ভব। কথিত বাক স্বাধীনতার নামে ধর্মীয় উস্কানিমূলক পোষ্ট প্রকাশ করে ব্লগ কতৃপক্ষই কি বহিস্থ হস্তক্ষেপের দ্বার উন্মোচন করছে না? আমার তো তাই মনে হয়। বজ্র আঁটুনি ফস্কা গেঁড়ো দিয়ে ব্লগারদের রক্ষা করা যাবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।