আমাদের কথা খুঁজে নিন

   

কথিত ইকুয়িলিটি (নারী ও পুরুষ)

বাসের আলাদা মহিলা সিট নিয়ে আমার সবসময়ই নাক চুলকায়,ব্যপারটার উদ্দেশ্য নারীদের সাথে বসে আমার ব্যক্তিগত সখ্যতা গড়া নয় কিম্বা তাদের রাজকীয় এবং বহু আরামের (কোথাও কোথাও রাজকীয় ৯ টি সিট)সিটগুলোতে আমাদের মত আধিপত্য বিস্তারকারী পুরুষের কর্তৃত্ব স্থাপন করাটা নয় বরং নারীদের উচ্চ আসনে আসীন করাটাই উদ্দেশ্য।আমরা ইকুয়িলিটি এর কথাটা বলি,সবার (নারী ও পুরুষের) সমান অধিকার এর কথাটা বলি,এইখানে আমি কোনো প্রকার ইকুয়িলিটি দেখি না।মেয়েদের প্রতি ইভটিজিং সহ অনেক সমস্যার উত্থান হয় আমার মতে মেয়েদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের অভাব।সুষ্ঠ কোএডুকেশন এর একটা প্রতিকার হতে পারে।তেমনি বাসে মেয়েদের আলাদাভাবে দুরে সরিয়ে দেয়া,(একরকম ভাড় বানিয়ে বসিয়ে রাখা),একরকম বোঝানো তোমরা ভীনগ্রহের প্রানী!এরকম ঘটনাও দেখেছি বাসে ভরে যাওয়া মহিলা সিটের সামনে ক্লান্ত নারীরা ঝুলে ঝুলে যাচ্ছে তবুও তাদেরকে অন্য সিটগুলোতে বসতে দেয়া হচ্ছে না,এক ভালো মানুষের মুখোশধারী আংকেল বললেন যে ৯ টি সিট বাদে বাকীগুলো তো পুরষের সিট,ওখানে তাদের বসা মানা!বর্ণবাদী শব্দটি অভিধানে আছে, কিন্তু লিংগবাদী শব্দটি যদি না থাকে, তাহলে অভিধানে এর স্থান সুনিশ্চিত করা দরকার। হ্যা,আমিও চাই লিংগবাদী শব্দটি যেন অভিধানে আসার আগেই এর অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন হয়।আমি চাই ইকুয়িলিটি শব্দটি মিটিং,প্রেস কনফারেন্স,ফেসবুক ,ব্লগে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে এর প্রয়োগ হওয়া জরুরি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.