হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচারের অভিযোগে অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানকে গ্রেপ্তারের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে সোমবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী।
চারদলীয় জোট সরকার আমলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিল জামায়াতঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
গত ৫ মে’র মতিঝিল অভিযানে ৬১ জন নিহত হয়েছে বলে অধিকার তাদের প্রতিবেদনে যে দাবি করেছে, তা নাকচ করেছেন তথ্যমন্ত্রী।
অধিকারের প্রতিবেদন প্রকাশের পর ‘নিহতদের’ পূর্ণাঙ্গ পরিচয় ঠিকানা চেয়ে ডানঘেঁষা মানবাধিকার সংগঠনটিকে চিঠি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়, যার একটি জবাব পাঠায় অধিকার।
ইনু বলেন, জবাবে ‘নিহতদের’ নাম-ঠিকানা দিতে অস্বীকৃতি জানায় সংগঠনটি।
“অধিকারের প্রতিবেদনে ৬১ জন নিহত হওয়ার কথা বলায় হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী ও হেফাজতের সংঘর্ষে নিহতের সংখ্যা নিয়ে ভ্রান্ত ধারণার অবতারণা হয়েছে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।