জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব
আজকে সারাদিন সামুতে ছিলাম না। সকালে কিছু সময়ের জন্য ঢুকেছিলাম।সকালে পেপারে একটা নিউজ দেখে ভাবলাম আজকে ব্লগে মনে হয় তোলপাড় হয়ে গেছে।একটু আগে সামুতে ঢুকলাম। ঢুকেই ভাবলাম দেখি সামুতে আজকে কি হল । সারাদিনের পোষ্ট গুলো দেখলাম
অবাক হলাম এই ভেবে যেইসব ব্লগাররা জাশির বিরুদ্ধে পোষ্টের পর পোষ্ট , কমেন্টের পর কমেন্ট দেয় , যারা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ব্লগারদের ১৪ গোষ্ঠি উদ্ধার করে আজকে আশা করেছিলাম আজকে অন্তত সেই ব্লগাররা কামরুল হাসানের কথার জবাব দিবে পোষ্টের মাধ্যমে।
এই পোষ্টে ৪০তম রাজাকারের নামটি দেখুন।
এই পোষ্ট টি যেই ব্লগারের সেই ব্লগারও আজ চুপ
যেই ব্লগারকে বলা হয় মুক্তিযুদ্ধের আর্কাইভ, যেই ব্লগার যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে সবার চেয়ে একধাপ এগিয়ে সেও আজকে চুপ ( আমারব্লগে তার এই নিয়ে কোন পোষ্ট নেই )
আজ কোথায় গেল ছাগু প্রোডাকশন গ্রুপের সদস্যরা ?
আপনারা তো যুদ্ধাপরাধীদের বিচার চান। আপনারা কি কামরুল হাসানের কথা মেনে নিছেন ?
আমি নিশ্চিত কামরুলের জায়গায় যদি ননআওয়ামী লীগার কেউ এই কথাটি বলত তাহলে ব্লগে আগামী কয়েকদিন ভুমিকম্প হয়ে যেত।
মীর কাশেম আলী যে একজন রাজাকার ছিলেন এটা কি নতুন করে প্রমান করতে হবে ?
অমি পিয়ালের এই পোষ্ট দুটি পড়ুন
একাত্তরে মীর কাশেম আলী : উতসর্গ আমি সাগর
এই যুদ্ধাপরাধীকে বিচারের কাঠগড়ায় তুলুন : মীর কাশেম আলী
আসুন আমরা দেখেও না দেখার ভান করি
--------
এই বিষয়ে সামুতে পোষ্ট পেলাম এই দুটো
আইন প্রতিমন্ত্রী স্বীকার করলেন, মীর কাসেম আলী যুদ্ধাপরাধী নন
মীর কাসেম আলী যুদ্ধাপরাধী নয়!!! কামরুল ইসলাম এসব কি বলছেন???
এই বিষয় নিয়ে কোন পোষ্ট আমার চোখ ফসকে চলে গেলে সেই পোষ্টের লিংকটা কমেন্টে এড করে দিবেন প্লিজ
===============
ছুপা মাইনাস না দিয়ে কিছু বলে যান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।