আমাদের কথা খুঁজে নিন

   

ইরানি প্রোগ্রামারের মৃত্যুদন্ড বহাল

সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই ইন্টারনেটে মুক্ত মত নিয়ে যখন সারা দুনিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে তোলপাড় চলছে তখনই ইরানে এক প্রোগ্রামারকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়েছে। একটি পর্ণ সাইটে ব্যবহৃত সফটওয়্যারের কারনে তাকে এই সাজা দেয়া হয়েছে সাইদ মালেকপোউর নামের কানাডা প্রবাসী এই ইরানি নাগরিককে ২০০৮ সালে গ্রেপ্তার করা হয় যখন তিনি তার অসুস্থ বাবাকে দেখতে ইরানে এসেছিলেন। তারপর নির্যাতনের মুখে তাকে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দায় স্বীকার করে বক্তব্য দিতে বাধ্য করা হয়। সাইদ জানান, তারা জোর করে আমার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে যে ব্রিটেন থেকে কেনা একটি সফটওয়্যার আমি নিজের ওয়েবসাইটে আপলোড করি। যার মাধ্যমে ওয়েবসাইটটি যারা ভিজিট করেন তাদের কম্পিউটারে একটি প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করা হয়।

এই প্রোগ্রামটির মাধ্যমে অন্যের ওয়েবক্যামের ছবি ধারণ করা যাবে সেটা কম্পিউটার বন্ধ থাকলেও! যদিও আমি বলেছিলাম যে প্রযুক্তিগত দিক থেকে এটি অসম্ভব। কিন্তু তারা নির্যাতনের মাধ্যমে আমার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে। সাইদের বিরুদ্ধে যে সফটওয়্যারটি ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে সেটি আসলে ছবি সম্পাদনার কাজে ব্যবহৃত একটি সফটওয়্যার। একটি পর্ণ সাইট সাইদের অনুমতি ছাড়াই সফটওয়্যারটি ব্যবহার করে। ২০১১ সালের জুনে সাইদের মৃত্যুদন্ডের আদেশ স্থগিত করা হয়েছিলো।

কিন্তু ইরানের সুপ্রিম কোর্ট সম্প্রতি তার মৃত্যুদন্ড বহাল রাখার আদেশ জারি করেছে। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.