আমাদের কথা খুঁজে নিন

   

ইরানি কোচের অপেক্ষায় আবাহনী

আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু জানিয়েছেন, “আলী আকবর বাংলাদেশের ভিসা নিয়ে ঢাকায় আসার জন্য প্রস্তুত। তবে আমরা ফেডারেশন কাপের মাঝপথে তাকে আনতে চাই না। কারণ ফেডারেশন কাপে দলের খেলার ধারা ভাঙ্গতে চাই না আমরা। ”
“আমরা চাই তিনি লিগ এবং এর পরের টুর্নামেন্টগুলোর জন্য দলের দায়িত্ব নিন। আশা করি ১০ ডিসেম্বর তিনি ঢাকায় এসে পৌঁছাবেন।

আমরা সেভাবেই তাকে বিমানের টিকেট পাঠানোর কথা ভেবে রেখেছি। ”
পোরমুসলিমির সঙ্গে আবাহনীর দীর্ঘ দিনের সম্পর্ক। ২০১০-১১ এবং ২০১১-১২ মৌসুমে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন তিনি। ২০১১-১২ মৌসুমে আবাহনীকে পেশাদার ফুটবল লিগের চতুর্থ শিরোপা এনে দেয়ার কৃতিত্বও তার।
অস্ট্রেলীয় কোচ নাথান হলকে বিদায় করে দেয়ার পর তৃতীয় বারের মতো আলী আকবরকে কোচের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয় আবাহনী।

খেলোয়াড়দের ঠিকভাবে পরিচালনা করতে না পারার অভিযোগে ফেডারেশন কাপ শুরু হওয়ার আগের দিন (২০ নভেম্বর) হলকে বরখাস্ত করে দেশের অন্যতম জনপ্রিয় দলটি। মাত্র এক মাস আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.