আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের চামড়া তো আবার গন্ডারের চামড়া!!!

আমাদের চামড়া তো আবার গন্ডারের চামড়া... কিছু দেখেই আমাদের মন টলেনা!!!কাটা তারে ঝোলা ফেলানীর লাশ দেখেও তো আমাদের কিছু হয় না!! বছর শেষে ফেলানীর কবরে ফোটে ঘাসফুল। কয়েকজন ব্লগার মিলে চিল্লায়!! কয়েকদিন চলে তোলপাড়!!! তারপর আাবার জীবন যাত্রা হয়ে যায় স্বাভাবিক!!! কেঊ কি কল্পনাও করতে পারে কিভাবে মারা হয়েছিল ফেলানীকে???আমাদের সরকারের তদন্ত আর শেষ হয় না!!! আর আমরা জনগন নতুন নতুন হত্যাযজ্ঞের কথা শুনি। শুনে কয়েকজন ইচ্ছামত গালি দেই ফেসবুকে,ব্লগে, কেউ একটা স্ট্যাটাসে লাইক দেই, কেউ আবার দেখেও না দেখার ভান করে অন্য কোন মজার ব্লগ পড়তে শুরু করে দেই। ঐ পর্যন্তই । বি এস এফ এর হত্যাযজ্ঞ কে মনে করি যেন রুপকথার গল্প!!! নাইলে এত নিশ্চুপ কি করে থাকি!!!! এবার না হয় ভুলবশত একটি ভিডিও প্রকাশ হয়ে গেছে!!! তাই গুঞ্জন টা একটু বেশি.।

!!! আর কয়েকদিন পর এমনিভাবে ঠান্ডা হয়ে যাবে সবকিছু!!! ব্লগার রা শুধু ব্লগে চিল্লায় বিএস এফ নিয়ে.। !! আমাদের মিডিয়া বরাবরের মতই নির্বিকার হয়ে থাকবে!!!! আর আমাদের জনদরদি ভুরিয়াল নেতাদের কানেই প্রবেশ করতে পারবে না এইসকল আর্তনাদ!!! তাইত থামবেনা বিএসএফ এর নির্যাতন!!! আমরা এয়ারটেল ব্যবহার করে বলব, "ভালবাসার টানে ভারতকে কাছে টানি""!!!! বন্ধ হবে না আমার ছাত্রছাত্রিদের ডোরেমন দেখা!!! বন্ধ হবেনা আমার পাশের বাসার সেই বাচচাটির পক পক করে হিন্দি বলা যে এখনো ভাল করে বাংলাই বলতে শেখেনি!!! বন্ধ হবে কি আনারকলি,মাজ্জাক্কালি,কিংবা টিস্যু কাপড় পড়া!!! বন্ধ হবে কি আমার দেশের কর্মহীন মা,বোনদের কিংবা একটু অবসর পাওয়া ছাত্রছাত্রীদের গোপি বউ,ইস পিয়ার কো কেয়া নাম দ্যু সহ ৭-১১টা পর্যন্ত সিরিয়াল দেখা!!! বন্ধ হবে না লেইস খাওয়া, বন্ধ হবেনা সাদা বানানোর যন্ত্রপাতি সহ স্নো,ক্রীমের আমদানি, বন্ধ হবেনা চোরাই পথে হাজার হাজার ফেন্সিডিলের বোতল আমদানি!!! এত কিছুর পরো বেড়েই চলবে আমার দেশের নির্লয্য সরকারের ইন্ডিয়া প্রীতি.। । । !!! কারন তো প্রথমেই বলে নিয়েছি.।

। । আমরা যে গন্ডার!!!!! শেষ করব একটি গল্প দিয়ে.। । ।

ছোটবেলায় এক আন্টি রুপকথার গল্পশোনাত!!! বলত একটা ব্রীজ বানাইতে গেলে নাকি কয়েকজন লোক মারা যাইতে হয়। পানির নিচে এক রাজা আছে তারে খুশি করার জন্য কয়েকটা মানুষ মারতে হয়!! তখন তো বিশ্বাস করিনাই যে আসলেই কথাটা সত্য!! ভারত কে কয়েকটা মানুষ খাইতে না দিলে তো,আমাদের দেশের সাথে সেতুটা তৈরিইইই হবেনা!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.