আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষত শুকায় না, চামড়া তলে ঢাকা পড়ে

সুন্দর সমর

ক্ষতগুলো সব শুকিয়ে যাবে যদি ভাবো, তাহলে বোকই নগরীর নাগরিক তুমি ক্ষত শুকায় না, চামড়া তলে ঢাকা পড়ে মাত্র নতুন করে আবার ক্ষতরা নড়েচড়ে বসে সময় এবং সুযোগ পেলেই ঝাপদেয় উঠে আসে চামড়ার উপরে। এ ভাবেই দেখে আসছি দেশ যাকে মাতৃরুপে কেউ বন্দনা করে, অথচ দেশের মানুষ যখন পানিতে ডুবে মরে বা ভাতে মরে তখন তাদের মধ্যে কোনো বিকার দেখি না। কেউ কেউ কবিতা করে বলে মর শালা পাব্লিক। -কিন্তু না পাব্লিক শালা মরে না তার জেগে উঠে নতুন গানের জোয়ারে তারা জেগে উঠে জেগে উঠতে থাকে। এখানেই ইতিহাসের কারুকাজ দেখনা ৭৪য়ের দুর্ভিক্ষের মরা পাব্লিক কি ভাবে ৭৫য়ে সকালে জেগে উঠেছিলো কিভাবে প্লাবিক জেগে উঠেছিলো নভেম্বরের সকালে সকালে বান ভাসা পাব্লিক আবার জাগবে ভেসে যাবে কারাগার কিংবা অসত্রধারীদের নীরব হুংকার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।