প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে ( কবি শহীদ কাদরী’র কবিতা মনে রেখে ) রাস্ট্র মানে লেফট রে দাদা রাস্ট্র মানে রাইট রাস্ট্র মানে আম জনতার ] অবস্থাটা টাইট রাস্ট্র মানে মন্ত্রী এবং আমলা চেলার দল তাদেরই গান আমরা শক্তি আমরা হলাম বল রাস্ট্র মানে বুলেট বোমা পুলিশ টিয়ারশেল রাস্ট্র মানে পাঁচ বছরের ভাণুমতির খেল রাস্ট্র মানে ব্যালট পেপার রাস্ট্র মানে ভোট রাস্ট্র মানে দখলদারীর জন্য নানান জোট রাস্ট্র মানে রাস্ট্র নেতার দাঁত কেলানো হাসি রাস্ট্র মানে যাবজ্জীবন রাস্ট্র মানে ফাঁসি রাস্ট্র মানে লেফট রে দাদা রাস্ট্র মানে রাইট রাস্ট্র মানে বিশ্বটাকে ভাগের ডিনামাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।