'উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’, এবং ‘বহুজাতিক কোম্পানি বা দেশি লুটেরা গোষ্ঠী নয়, গ্যাস-কয়লা-তেল-সমুদ্রসহ সকল সম্পদের মালিক দেশের জনগণ’
হে মহান !!! রাস্ট্র আপনি কাদের? আমাদের নাকি ওই বুর্জোয়া শোষক রাস্ট্রের পেটোয়া বাহিনীর।
মানুষ হিসাবে মৌলিক অধিকার আমার আপনার সবার প্রাপ্প। সরকার আমাদের মৌলিক অধিকার এর মধ্যে অনেক কিছুই পুরোন করতে পারেনা তার মধ্যে শিখা অন্যতম।
খাদ্য নেই,নিরাপত্তা নেই.। .।
.। .। .। .। .।
.। .। নেই বাচার অধিকার।
no vat for education.....................vat কর্তনের পরিনাম বাংলা হবে ভিয়েতনাম। শিক্ষা মোদের সুযোক নয় অধিকার, সেই অদিকার রক্ষার আন্দোলনে সরকারের পেটোয়া বাহিনীর লাঠি চার্জ মানি না।
হে মহান রাস্ট্র বা বুর্জোয়া শোষক সরকার আমাদের আমাদের নিরবতাকে দুর্বলতা ভাবেন না। রক্ত দেব তবু ভ্যাট দেব না, শিক্ষা পন্য নয় যে তাকে ক্রয় করে ব্যবহার করতে হবে। শিক্ষা উপর ৪;৩০% ভ্যাট মানি না দেব না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।