জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... অনেক আগে একটি গল্প শুনেছিলাম আমার এক বড় ভাইয়ের কাছ থেকে..... এক লোক একটি ঘোড়া ও একটি গাধা নিয়ে হেঁটে হেঁটে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণে বের হয়েছিল পথে মধ্যে সে দেখতে পেল এক লোক একটি গাছ তলায় কয়েকটা কাগজ নিয়ে বসে আছে। তার মধ্যে বিষয়টা কৌতুহলের জন্ম দিল, সে সামনে গিয়ে দেখলো লোকটা বিভিন্ন রকম মূল্যে ডিগ্রী বিক্রী করছে। তখন লোকটা চিন্তা করলো ভালোইতো!!! লোকটা তার গাঁধাটার প্রতি বেশী দূর্বল ছিল বলে সে ভাবলো তার গাঁধাটার জন্য একটা ডিগ্রী কিনেবে। যেই ভাবনা, তেমনি সে সবচেয়ে কম মূল্যের একটা ডিগ্রী কিনে নিলো তার প্রিয় গাঁধাটার জন্য। ডিগ্রী কিনে সেতো মহাখুশি, নিজ দেশে গিয়ে সে খুব ফুটাবে তার গাঁধাটা এখন একটি ডিগ্রীধারী, কেউ খাটো চোখে দেখবে না আবার গাঁধাকে তাচ্ছিল্যের সুরে কেউ গাঁধা বলে ডাকবে না। খুশী মনে যখন সে নিজ দেশের উদ্দেশ্য ফিরছিল তখন কিছু দূর গিয়ে তার মনে হলো তার সাথেতো একটি ঘোড়াও আছে তার জন্যেও যদি একটি ডিগ্রী কিনে নেই তো মন্দ হয় না? তখন সে আবার ডিগ্রী বিক্রী লোকটার কাছে গিয়ে বলল ভাই আমার ঘোড়াটার জন্যও এটি ডিগ্রী কিনতে চাই। তখন লোকটা বলল এখানে শুধু "গাঁধাদের জন্যই ডিগ্রী বিক্রী করা হয় ঘোড়াদের জন্য নয়" হায়রে!! দেশের জনগণের এতো রাজস্বের টাকা খরচ করে এই সামন্য একটা ডি-লিট ডিগ্রী অর্জন আমাদের দেশের কি উপকারে আসবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।