আমাদের কথা খুঁজে নিন

   

প্রাপ্তি

প্লিজ ভাইয়া আমি গত কাল টেকনাফ থেকে একটা ইন্টারভিউ দিতে এসে পকেট মারের কাছে সব খোয়াইছি,আমার এখন যাওয়ার ভাড়াই নাই,গতকাল সকাল থেকে কিছু খাই নাই,আমাকে একটু হেল্প করেন্।আমি বল্লাম ভাই আমি আপনাকে ১০০ টাকা দিচ্ছি বাকিটা আরো দু একজন থেকে চেয়ে নেন তারপর সমস্যার সমাধান করেন্।তিনদিন পরে একই ব্যাক্তি একই ডায়ালগ দিয়ে যখন সাহায্য চাইতে আসলো,ওকে দেখা মাত্রি বল্লাম কি আপনি এখনো যেতে পারেন নি?আমার সামনে থেকে সুড়্সুড় করে চলে গেলো।পোশাকে আশাকে ব্যবহারে ভদ্র মনে হলো তাই সাহায্য করলাম আর সেই লোক বাটপারি করলো।পরে জানলাম এটা একজাতীয় পেশা।কাকে বিশ্বাস করব?খোড়া ভিক্ষুক কে ভিক্ষা দিয়ে দেখি কিছুক্ষন পরে সুন্দর হাটতেছে,অন্ধ কে দিলে সে ও একই আচরন করে।বিশ্বাস করে যাকে প্রানের চেয়ে বেশী ভালোবেসেছিলাম সে ই যখন বিশ্বাসঘাতকতা করলো তাহলে কার প্রতি ভালো শূভ আশা করতে পারি।কি ই বা আমাদের প্রাপ্তি?সরলতা?বিশ্বাস্?না প্ংকিলতা?কুটিলতা?হাতড়িয়ে মরি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।