যতটুকু সমাধা হবার ঠিক ততটুকুই হবে।
সাধ্যাতীত প্রয়াশে আয়তক্ষেত্রের পরিধি বাড়িয়েই বা লাভ কি,
দৃষ্টির সীমানা বাড়লেই কি সব দেখা যায়?
সীমার মাঝেও সুক্ষ্ণতার হিসেব থাকে,
থাকে কোমলতার পরিমাপ।
হাত বাড়ালেই হয়তো ধরতে পারা যায়,
কিন্তু নৈকট্যের মাঝেও যে অনতিক্রান্ত দুরত্বের জন্ম নেয়
তা পাড়ি দেয়ার সাধ্য ক'জনার থাকে?
যতটুকু হবার ঠিক ততটুকুই তো হবে।
যদি না হয়,
না হওয়ার মাঝেও হয়তো কিছু প্রাপ্তি লুকিয়ে থাকে।
সঙ্গোপনে, মনের চাহিদার অন্তরালে।
তারও কি প্রত্যাশা বেঁচে থাকে না
স্বীকৃতিলাভের প্রতীক্ষায়?
প্রাপ্তিলাভের সুখ যদি কেবল ক্ষণিকের তৃষ্ণাই মেটায়
অপ্রাপ্তিতেই বা তবে কম পাওয়া কিসে?
তাই, যতটুকু হবার ঠিক ততোটাই হোক
যতোটা পাওয়ার ছিলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।