ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।
নঈমা, অবশেষে তোমার চিঠিটা পেয়েছি
পুরানো এ্যালবাম ডেস্কের নীচেয়
ফিকে হয়ে যাওয়া একটি শাল পাতার খামে
এ চিঠির কদর ছিল একদিন
যখন আমি ঢাকায় আসিনি
ঠিকানা ছিল টিকাটুলী থেকে ইত্তেফাকের মোড়ে
কোন এক অদ্ভুত গলিতে
নাম্বারটা বোঝা যাচ্ছে না বা লেখা নেই
রহস্য এখানেই, প্রতিদিন এ পথেই আনাগোনা করি
কিন্ত আশ্চার্য কেউ কাউকে দেখিনি
আকাঙ্খা জগেনি কারো মুখো মুখি হবার
তীব্র জোয়ারে ভেসে গেছে সেদিনের আবর্জনা
মুহুর্তের নির্মল বাতাস চড়িয়ে দিল
আমার নাকের উপর পুরু কাঁচের চশমাটা
সবে মাত্র অন্ধত্ব থেকে রক্ষা পেয়েছি
আর পেয়েছি অদ্ভুত একটা জগৎ
দেখেছি সেখানে সব কিছু কাঁচের মত ভঙ্গুর
যেমন তোমার আমার হৃদরতা
এত দিন খান খান হয়ে ভেঙ্গে গেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।