নীলকান্ত মণি মানে নীলা পাথর। নীলা পাথর নাকি সবার ভাগ্যে সহ্য হয় না। এ জন্যই মনে হয় আমার জীবনটা এমন। কারণ, আমিও যে নীলকান্ত মণি!!!
আমার জীবনের দৈর্ঘ্য খুব বেশী বড় নয়। চব্বিশে পা দিয়েছি।
আমার এই ক্ষুদ্র জীবন টা এত সহজে বুড়িয়ে যাবে আমি তা কখনই ভাবিনি। মানব জীবন খুবই বিচিত্র। সে ভাবে এক আর হয় আরেক!
বাস্তবতার নির্মম আঘাতে আমার স্বপ্ন গুলো আজ নিষ্তেজ প্রায়। দারিদ্রতার কশাঘাতে বারবার ঠোঁকর খেয়ে আমি যৌবনের প্রারম্ভেই কেমন যেনো বৃদ্ধ হয়ে গিয়েছি।
দারিদ্রতা! না, না, ভুল বললাম।
আমি দরিদ্র নই। সচ্ছল পরিবারেই জন্ম আমার। মধ্যবিত্ত পরিবারে টানাপোড়েন তো কিছুটা থাকেই। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়েরা যতটা পরাধীন থাকে, তার চেয়ে অনেক বেশী স্বাধীনতাই আমি পেয়েছি। যতটা না পেয়েছি, তার থেকে অনেক বেশী আদায় করে নিয়েছি।
আর সে জন্যেই হয়তো আজকের আমি তে পৌছুতে পেরেছি। লৌকিকতার বিচারে আজ আমি একজন সফল মানুষ।
আর এই লৌকিকতাই আমার এই সদ্য যৌবনে পৌছা মন টাকে এক নিমিষে বৃদ্ধ করে দিযেছে। বহিরঙ্গ বজায় রাখার জন্য আমার অন্তরঙ্গকে চোরাকুঠুরিতে বন্দী করে রেখেছি।
যৌবনের খোলশ পরে, এই বৃদ্ধ জীবন টেনে নিতে নিতে আমি আজ ক্লান্ত।
জীবনে প্রাপ্তির খাতাতে বিশাল বড় একটা শুন্য ছাড়া আর কিছুই পড়ে নেই।
এই আমি কখনো ভাবিনি, আমি কাউকে ভালোবাসবো। আমি সব সময় ছেলেদের ভয় পেতাম। আমার সে ভয় কি কেটেছে? কখনই না। আমি আজও ছেলেদের খুব ভয় পাই।
ছেলেরা যে বিশ্বাসের মর্যাদা দিতে জানে না। আমি জানি সবাই বলবে, আমার ধারনা ভুল। হবে হয়তো!
আমি শুধু একটা কথাই বলব, যদি ১% ছেলেও আমার ধারনার সাথে মিলে যায়, তবে তার দায় তো সমগ্র ছেলে সমাজের উপরই বর্তায়, তাই নয় কি? কারন, সে তো তাদেরই অংশবিশেষ।
এতো ভয়, সংশয় থাকার পরও আমি ভালোবেসেছি। মন-প্রাণ দিয়ে ভালোবেসেছি।
আমার অজান্তে সে যে কখন আমার দেবতার আসনে বসে পড়লো, আমি তা জানতেই পারলাম না!হঠাৎ একদিন দেখলাম, আমি পূঁজারিনি হয়ে তার পূঁজো করছি।
ভালোবাসার টানে আমি বিবাগী হয়েছি। ভালোবাসার বিশালতার কাছে পরাজয় মেনে নিয়েছে আমার সব ভয়, সমস্ত সংশয়।
এতো ভালোবেসে আমি কি পেয়েছি? হায়, দূর্ভাগ্য আমার। হিসেবের খাতায় শূন্য পড়ে আছে!!
ভুলে ভরা জীবন আমার।
সারা জীবন সত্যিকারের বন্ধু চেয়েছি। "অভাগা যেদিকে যায়, কপাল সঙ্গে ধায়"। আমার কপাল যে সত্যিই পোঁড়া। যাকেই বন্ধু বলে কাছে টেনে নিয়েছি, নির্মম স্বার্থপরতার মুখোমুখি হয়ে আড়ালে কেঁদেছি। আবার আশায় বুক বেঁধেছি।
নতুন বন্ধু পেয়েছি। হায় ঈশ্বর! এ যে আরও বেশী স্বার্থপর।
তবে কি বন্ধুত্বের খাতাটাও শুন্য হয়ে থাকবে???
কবি আমাকে সাহস জোগালেন। তিনি বললেন,
"দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে
মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পানে, যদি না চাহে
ধৈর্য ধরে থাকিস।
রূদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে
বুক ফুলিয়ে দাঁড়াস।
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙ্গে
ঊর্ধে দু'হাত বাড়াস। "
আজ আমি সত্যিই খুঁজে পেয়েছি আমার পরম বন্ধুটিকে। আমার দেবতা আমার পরম বন্ধু হয়ে, আমার মাথার উপর ছায়া হয়ে আমার পাশে আছে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
আমি আর কিছু পাই বা না পাই, তাতে কিইবা আসে-যায়???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।