গোলক ধাঁধাঁয় পথ খুজে মরছিলো কোন এক পথহারা পথিক সত্য গেছে নির্বাসনে মিথ্যে এখন জয়ী সত্য ভাষনে। পথিকের মাথাটা তখন ঘোর ঘোর করছিলো সূর্য অস্তের পথে মোড় নিয়েছে- আচমকা এক মায়াবী আলো পথিককে গ্রাস করে পথিক সে স্নিগ্ধ আলোর প্রেমমগ্ন হলো। মনে হলো ট্রেনের পথে পথিক দেখছিলো তখন কোন এক আকাংখিত স্টেশন। ট্রেন তখনো অনেক দূরে- মনো হলো যেন কাউকে- ট্রেনের প্লাটফর্ম কাঁদছে একাকী ট্রেন চলে গেলে প্লাটফর্ম একা হয়ে যায় উথাল- পাতাল প্লাটফর্ম হৃদয়ে কেবল হায়- হায়! পথিক তখন ভাবে প্রেমে পড়লে কি হয়? পথিক যখন গন্তব্যের খোঁজে পথে ঠিক তখুনি পথভ্রষ্ট হলো মাঝপথে এসে প্রেমে বিলীন হলো স্নিগ্ধ আলোয় দাঁড়িয়ে খানিক ক্ষন একমনে উদাস হলো, উদাস প্রেমিক অমরত্বের মন্ত্র পেলো। একটু হাসির ঝলক তরঙ্গ তোলে সেই তরঙ্গে ধ্বনিত হয়, "ভালোবাসো এবং দীর্ঘজীবী হও।" পথিক তখন গোলক ধাঁধাঁয় পথ খোঁজে পায়। রাতের অন্ধকার কেটে সৃজনী আভার ভোরে সে এগিয়ে চলে গন্তব্যে...... ছবিসূত্র: ইন্টারনেট থেকে নেয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।