পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ নির্বাচন কমিশন মিসরের তৃতীয় পর্যায়ের ভোটের রেজাল্ট পেশ করেছে। মিসরের ৯টি জোলায় এই ভোট হয়ে থাকে। জেলাগুলি হলো, কাল্লুবিয়া, দাকহিলিয়া, গারবিয়া, মিনা, কেনা, মারসাহ মেত্রোহ, উত্তর সাইনা, দক্ষিন সাইনা এবং ওয়াদে জাদিদ। নির্বাচনে ৬২% ভোটার অংশগ্রহণ করেন। ভোটে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের অঙ্গসংগঠন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি সবচেয়ে বেশি ৪১% ভোট পেয়েছে। এ ছাড়া, সালাফিপন্থী 'আন -নূর' পার্টি শতকরা ২০ ভাগ ভোট পেয়েছে। দল দু'টি পেয়েছে মোট ভোটের শতকরা ৬২ ভাগ। আগামী জুন মাসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সুত্র: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।