আমি স্বপ্ন দেখি, দেখি স্বপ্নভঙ্গের হাহাকার কিংবা স্বপ্ন বাস্তবায়নের উল্লাস, দেখি সমাজের অন্যায় অবিচারের সাথে স্বপ্নের সংঘর্ষ, আবার হয়তবা স্বপ্নের হাতে হাত রেখে জীবনের ছুটে চলা। কিন্তু সবশেষে হঠাৎ ভাবি, সবই কি ছিল একটা অর্থহীন স্বপ্ন! হোকনা তাই, তবু আমি স্
মিসরে চলমান পরিস্থিতির আবহে, অনেকেরই চিন্তায় বোধকরি একটা প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে- "সেনাবাহিনী শেষপর্যন্ত কি ভুমিকা নেবে?" বিশ্ব রাজনীতির "দাদাভাই" যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বন্ধুপ্রতিম স্বৈরাচারী "দাদুভাই" হোসনি মোবারেকর ( বয়স মাত্র ৮৩ বছর! ) একমাত্র অবলম্বন এখন মিসরের সেনাবাহিনীর সমর্থন। কিন্তু সিনিয়র জেনারেলদের সমর্থন পেলেও সাধারন সৈনিকদের তথা সমগ্র সেনাবাহিনীর সর্বাত্নক সমর্থন তিনি পাবেন কিনা সেটা এখন প্রশ্নবিদ্ধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।