YOU CAN DO ANYTHING, BUT NOT EVERYTHING আর মাত্র কদিন পরই ২৮ এ পা দিব মানে আমার বয়স ২৮ হপে। তাই খুশিত হয়ে মনেহয় একখান কোবতে প্রসব করলুম । বয়স আমার ২৮ তাই তারপর আর কিছু মনে নাই। ……………………………………… কিন্তু দিলে কোন শান্তি নাইক্কা কারন হইল এত বয়স হওয়ার পরও জীবনে একখান মাত্র বিয়াও করতে পারলাম না এমন কি একখান প্রেম ও করতে পারলাম না জীবনে কোন মেয়ের সাথে এক রিকশায় চড়া দূরে থাক হাত ও ধরে হাটতেও পারলাম না ! এখন শুধুমাত্র অপেক্ষা, কবে আব্বা আম্মার সুমতি হবে, কবে একটা নিজের একটা আপন বৌ পাব তার সাথে প্রেম করব, রিকশায় ঘুরবো, ……………. করব ইত্যাদি ইত্যাদি । ভাবতেই ভাল লাগছে !!!!!!!!!!!!! কিন্তু কবে আসবে সেইদিন .......... আর কতদূর..........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।