অসম্ভব শব্দটি শুধুমাত্র বোকাদের অভিধানেই থাকতে পারে। বঙ্গোপসাগরে আবার সতর্ক সঙ্কেত
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চলতি বছর বঙ্গোপসাগরে পরপর বেশ কয়েকটি নিম্নচাপের পর নতুন করে আবার সৃষ্টি হয়েছে নিম্নচাপ। গতকাল মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘুর্ণিঝড় থেইন। এর প্রভাবে উপকূল জুড়ে দুইদিন ধরে দুই নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ফলে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা ও পশ্চিম পটিয়ার শত শত মাছ ধরার ট্রলার উপকূলে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।
এ বছরের আগস্ট-সেপ্টেম্বর মাস জুড়েই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর জুড়ে ছিল সতর্ক সঙ্কেত। এছাড়া সাম্প্রতি বঙ্গোপসাগরে জলদস্যুর উৎপাতও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ৪ মাসে অন্তত অর্ধ সহস্রাধিক মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। অপহৃত হয়েছে শত শত জেলে। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরো কয়েকশত।
সব মিলিয়ে ভীত সন্ত্রস্ত উপকূলীয় জেলেরা খুবই মানবেতর জীবন যাপন করছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।