বিশ্বে সর্বোচ্চ ১২৮টি দেশে স্কুবা ডাইভ করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী নারী স্কুবা ডাইভার কারিন বি. সিনিজার এখন বাংলাদেশে। বঙ্গোপসাগরে ডাইভ দেবেন তিনি। বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন কারিন।
১২৯তম দেশ হিসেবে বাংলাদেশে বঙ্গোপসাগরে আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর স্কুবা ডাইভ করবেন তিনি। সেন্ট মার্টিনস থেকে বোট যোগে দূর সাগরের নানা স্পটে ডাইভ করবেন।
তার ডাইভিংয়ে সঙ্গী হবেন বাংলাদেশে ডাইভিংয়ের পথপ্রদর্শক ওসেনিক স্কুবা ডাইভিং সেন্টারের কর্ণধার এসএম আতিকুর রহমান।
একজন বিশ্বখ্যাত স্কুবা ডাইভার ও সমুদ্র সংরক্ষণকর্মী কারিনের এ বাংলাদেশ সফর বঙ্গোপসাগরে প্রাণবৈচিত্র্য ও সমুদ্র সম্পদের সুরক্ষায় সচেতনতা তৈরিতে অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে অ্যাডভেঞ্চারাস স্পোর্টস হিসেবে দেশে স্কুবা ডাইভিং প্রসারে সহায়ক হবে।
এ কৃতি নারীর বাংলাদেশ ডাইভিং ট্যুরের বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইন্টার প্রেস নেটওয়ার্ক (আইপিএন)। এছাড়া আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার সেন্ট মার্টিনে তাকে সংবর্ধনাও দেবে আইপিএন।
পৃথিবীজুড়ে সামুদ্রিক প্রাণ ও প্রকৃতি রক্ষায় কাজ করে যাওয়া দাতব্য প্রতিষ্ঠান ব্লু ভেনচারের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক কারিন বি. সিনিজার। বাংলাদেশে এ লক্ষ্যে কাজ করছে ইন্টার প্রেস নেটওয়ার্ক ও সেভ আওয়ার সি। ডাইভিং ট্যুরকালে ইন্টার প্রেস নেটওয়ার্ক ও সেভ আওয়ার সির কাজের সঙ্গে পরিচিত হবেন কারিন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।