ইচ্ছে করে হারিয়ে যাই তোমার সীমানায়
মিয়ানমার জোর করে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে তেল ও গ্যাস অনুসন্ধান করছে। বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ জলসীমায় যুদ্ধ জাহাজ পরিবেষ্টিত অবস্থায় মিয়ানমার তেল ও গ্যাস অনুসন্ধান শুরু করে বর্তমানে কাজ বন্ধ রাখলেও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নৌবাহিনী সতর্ক করে দেয়ার পর মিয়ানমার অনুসন্ধান বন্ধ রাখলেও স্থান ত্যাগ করেনি। কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে ঢাকায় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, বর্তমানে সমুদ্রের ঐ এলাকায় বাংলাদেশ ও মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সার্বক্ষণিক টহলে রয়েছে। সমুদ্রের মিয়ানমার এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য তাদের নিজস্ব ১১টি ব্লক রয়েছে।
কিন্তু মিয়ানমার বাংলাদেশের সীমানায় প্রবেশ করে এলাকাটি নিজেদের বলে দাবি প্রতিষ্ঠিত করার কৌশল হিসাবে তেল ও গ্যাস অনুসন্ধান কাজ করতে চাইছে।
মিয়ানমার নৌবাহিনীর সহযোগিতায় তাদের পক্ষে বিরোধপূর্ণ জলসীমানায় তেল ও গ্যাস অনুসন্ধান কাজ করতে এসেছে। অথচ এই মিয়ানমারের ভিতরে বাংলাদেশ নিজের কোটি কোটি টাকা ব্যায়ে রাস্তা বানিয়ে দিতে চেয়েছেলি সামান্য একটু সুবিধার জন্য।
মিডিয়াতে দেশবাসীকে তা ঠিকমত জানানো হচ্ছেনা। বর্তমানে দেশবাসী ওবামার জয় আর শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ব্যাস্ত।
অথচ এখন এই International Politics এর ব্যাপারে রুখে দাঁড়ানো দরকার। কারন এর পরেই বিরোধপূর্ন বঙ্গোপসাগরের জায়গাগুলো ভারত দখল করবে। সবাই রুখে দাঁড়ান বর্তমান বিশ্বায়নের এসময়ে মিয়ানমারের এই প্রাগৈতিহাসিক চিন্তা-চেতনা ও ঘৃন্য International Politics-এ যুক্ত হওয়ার বিরুদ্ধে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।