জাতির নানা - একটি ভার্চুয়াল ক্যারেক্টার!!!! সামহোয়্যারইনব্লগ কে সবাই আদর করে ডাকে সামু। সামু নামটা ভালা পাই, আমিও ডাকি 'সা..........মু'। তেমনি কিছু ব্লগারকেও তাদের নাম সংক্ষেপ করে ডাকা হয়। যেমনঃ ডিস্কো বান্দর কে 'ডিবা' , ফিউশন ফাইভ কে 'ফিফা' , হাসান মাহবুবকে হামা, বিষাক্ত মানুষকে বিমা। এমুন আরও নাম আছে, এতে কুনু প্রবলেম নাই। কিন্তু কেঊ যদি জাতির নানা কে সংক্ষেপ করে 'জানা' ডাকে আর তাতে যদি আমার নিক নিয়ে কুনু বিশ্রিংখলা সৃষ্টি হয় তার দায় কে নিবে????? জবাব দিন !!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।