আমাদের কথা খুঁজে নিন

   

খবরদার!!

ভাষা ধর্ম বর্ণ আর আভিজাত্যে বিশ্ব আজ বহুধা খণ্ডিত। কেউ প্রথম বিশ্বের, কেউ তৃতীয় বিশ্বের। কেউ হিন্দু কেউ মুসলমান কেউবা হিন্দু.....এত জটিলতায় কাজ নেই। আমি মানুষ এবং একজন বাঙালি এটাই হোক আমার পরিচয়। এতেই আমি গর্বিত।

শোনরে জামাত-শিবির রাজাকার হমকি-ধমকি দিবি না, খবরদার! বাঙালি আমি, জেনে রাখ অকাতরে জীবন দেওয়া আর নিষ্কম্প হাতে শত্র“র জীবন কেড়ে নেওয়ার শিক্ষা জন্মগতভাবেই আমার ধমনীতে। বিদেশি টাকায় ধর্মের মদ গিলে ধোলাই করা মগজের স্যাডিস্ট তোরা, অর্থ-যৌনতা লিপ্সার উন্মাদনা তোদের চোখে তোদের জিহ্বায়। কান পেতে শাহাবাগের হুঙ্কার শোন- কাপড় ভিজে যাবে বেহেশতে বসেও কাঁপবি এই হুঙ্কারে কোনো হুর-গেলেমানেও পাবি না সান্ত্বনা। জেনে রাখ, বাংলার আকাশ-বাতাস নদীর জল, ফুলের ঘ্রাণ, মাটির গন্ধে বিভোর আমার প্রাণ, এটা আমার দেশ আমার শেষ ঠিকানা. . . পাকিস্তান-আফগানিস্তান বা বেহশতে আমার মোহ নেই, নেই শহীদ হওয়ার বাসনা- লড়াইয়ে নামলে লক্ষ্য একটাই- মারব না হয় মরব। মিশে থাকব বাংলার মাটিতে আমার পূর্বসূরীদের সাথে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.