হঠাৎ করেই শুরু হয়েছে মদের দোকানে পুলিশের উৎপাত। এই ১৫/২০ দিন ধরে। কাল দেখলাম র্যাব আর মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজনও এ্যাকশনে। পক্ষে বিপক্ষে যুক্তি কি আছে ভাবতে ভালো লাগছে কম। ব্যপারটাই পছন্দ হচ্ছে না।
খাবে খাক না। মাঝ রাইতে ফিলিংসের সময় ধইরা বেজ্জুতি ! এই দৃষ্টিতে বলা যায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে ইসলাম ভালোই প্রতিষ্ঠা লাভ করছে!এভিনিউর এফ আর টাওয়ারে কে এন্ড বি-কোরিয়ান ক্লাবে যৌথ অভিযান চালায় র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযোগ, লাইসেন্স ছাড়া বিদেশী মদ বিক্রি ও অসামাজিক তৎপরতা। এসময়, মদ পানরত অবস্থায় আটক করা হয় ৯৭ জনকে। লাইসেন্স থাকায় ছাড়া পান ৫জন।
আরো আটক করা হয় ডিসকোতে গাইতে আসা৪ শিল্পীসহ ২১ মহিলাকে। মদ মুদতো ধরছেই! অনেক।
ব্লগারদের মধ্যে যারা আমার মতো না, মানে ভাল, তারাতো জানেন না, রাইতে বারে , ক্লাবে কি হয় না হয়। পোস্টটা তাদের জন্যও বলা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।