আমাদের কথা খুঁজে নিন

   

খবরদার, বয়স ভাড়াবেন না । চকোলেট খাইয়ে বয়স বের করে দেবো...

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা । চকোলেট অংক আমাকে আপনার বয়স বলার কোনও দরকার নেই কারন সম্ভবত আপনি সঠিক বয়সটি বলতে চাইবেন না । তবুও আমি জানতে পারবো … হা ..হা… হা.. কি ভাবে ? যার বয়স জানতে চান তাকে এই “চকোলেট অংক” টি করতে দিন । এর মধ্যে কোনও জোচ্চুরী নেই, একদম জলের মতো পরিষ্কার ।

“চিট” করবেন না, স্ক্রোল করতে থাকুন …. এক মিনিট সময় নেবে মাত্র । দেখতে দেখতে হিসাবটি করে যান …. খবরদার শেষটুকু আগেভাগেই দেখে ফেলবেন না । এটা আপনার মূল্যবান সময়ের অপচয় নয়, এটি একটি মজা…. ১) প্রথমে ঠিক করে ভেবে বলুন, সপ্তাহে কতোবার আপনার চকলেট খেতে ইচ্ছে করবে । সংখাটি মনে রাখুন । (১ বারের বেশী কিন্তু ১০ বারের কম হতে হবে ইচ্ছেটি ) > > > ২) এর পরে এই সংখ্যাটিকে ২ দিয়ে গুন করুন যদি সাহসী হন ।

> > > ৩) এখন ফলটির সাথে ৫ যোগ দিন । > > > ৪) এবারে ফলটিকে ৫০ দিয়ে গুন করুন । ক্যালকুলেটর আনা পর্য্যন্ত আমি অপেক্ষা করছি….. > > > ৫) এবারে মজার অংশটি…. যদি এই বছরে ইতিমধ্যেই আপনার জন্মদিনটি চলে গিয়ে থাকে তবে এ পর্য্যন্ত প্রাপ্ত ফলের সাথে ১৭৬১ যোগ করুন । নতুবা যোগ করুন ১৭৬০ । > > > ৬) এবারে ফলটি থেকে আপনার জন্মের চার সংখ্যা (ডিজিট) যুক্ত সালটি বিয়োগ করুন ।

> > > এখন আপনার অবশ্যই তিন সংখ্যা (ডিজিট) যুক্ত একটি ফল দাঁড়িয়েছে, তাইনা ? এই ফলের প্রথম সংখ্যাটি হলো, আপনি যে কয়টি চকোলেট খেতে ইচ্ছে প্রকাশ করেছিলেন তা । বাকী দু’টো সংখ্যা আপনার ব…… য়….. স>>>> ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.