আমাদের কথা খুঁজে নিন

   

খবরদার ছেলেদের কখনো বিশ্বাস করবি না

............................................

আমার এক ফ্রেন্ড সব সময় আমাকে অনেক উপদেশ দেয় "প্রেম ভালোবাসা" বিষয়ে। তার ধারণা আমি যেভাবে চলাফেরা করি সেটা কোনো স্বাভাবিক মেয়ের কর্মকান্ড না। তার মনেহয় আমি কোনো ছেলেকেই পজেটিভলি নিতে পারিনা। আমার উচিত ছেলেদেরকে পজেটিভলি নিতে পারা এবং প্রেম করা।
মাঝে একদিন সে আমাকে অনেকগুলো কথা বললো।

এক জামাতি ছাগুর কথা বলে এমন উচ্চ মাত্রার প্রশংসা করতে লাগলো আর আমাকে যতোটা পারা যায় নিচে নামিয়ে কথা বলতে লাগলো। আমি চুপচাপ সব হজম করলাম। অনেক মন খারাপ হলো। আমি একবার তাকে বললামও যে আমার যে কোনো আবেগ নাই তা না। কিন্তু সে এগুলো বিশ্বাসই করতে পারে না।

তার ধারণা আমার যা ছিল তা ঘোড়ার ডিমের আবেগ!
ওর কথা শুনে অনেক খারাপ লাগলো। আমি মনে মনে ঠিক-ও করে রাখলাম ওর সাথে দুরত্ব রেখে চলবো কারণ সকাল সন্ধ্যা এইসব শুনতে ভালো লাগে না। মানুষ এ্যারেঞ্জড বিয়ে করতে পারে... এ্যারেঞ্জড ভালবাসা তো সম্ভব না। ওর কথার ভঙ্গিমা দেখে মনেহয় যেন এগুলো ছাড়া মানুষ বাঁচতেই পারে না, এগুলো ছাড়া মানুষের আর বিয়েই হয় না।
এই ঘটনার দুইদিন পর হঠাত একদিন সন্ধ্যায় ও আমাকে ডেকে ফেইসবুকের কিছু চ্যাট দেখাতে লাগলো।

চ্যাটগুলো ওর বয়ফ্রেন্ডের করা অন্য এক মেয়ের সাথে। ছেলেটা মেয়েটাকে ভালোবাসার কথা বলেছে। এসব দেখে আমার ফ্রেন্ড কেঁদেকেটে একাকার হয়ে গেল। তারপর অনেক ঝামেলা হয়েছে। আমি এর মধ্যে যেতেই চাইছিলাম কারণ আমার পরীক্ষা ছিল আর এমনিতেও কিইবা দরকার! আমার শুধু চিন্তা ছিল ফ্রেন্ডকে নিয়ে।

কারণ সে তখন সুইসাইডের কথা বলছিল। কিন্তু ওরা তিনপক্ষই আমাকে নিরপেক্ষ ভেবে তিন ধরনের বক্তব্য দিলো। ... এরপর অনেক কাহিনীর পর ফ্রেন্ডের ব্রেক আপ হলো।
এমন না যে ওর ব্রেক আপে আমি খুশি হয়েছি। ওর যতোটা খারাপ লেগেছে, আমারও ততোটাই খারাপ লেগেছে।

কারণ ছেলেটাকে ও যতোদিন চেনে, আমিও ঠিক ততোদিনই চিনি আর অনেক ভালো একটা মানুষ হিসেবেই জানতাম এতোদিন।
এখন আমাদের ছুটি। কিন্তু আমাকে সে সকাল সন্ধ্যা ফোন দিয়ে বলে... খবরদার ছেলেদের কখনো বিশ্বাস করবি না, প্রেম করবি না!!
আমার তখন হাসি থামানো মুশকিল হয়ে যায়!! কিন্তু যেহেতু সে সিরিয়াস দাগা খেয়েছে তাই অনেক কষ্টে নিজেকে সামলিয়ে হাসি থামাতে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.