গাজীপুর সিটি নির্বাচনে মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান নিজের কেন্দ্রেই পরাজিত হয়েছেন। তার নিজ কেন্দ্র লিটল ফ্লাওয়ারস কিন্ডার গার্ডেন স্কুলে তিনি ১৮ দল সমর্থিত প্রার্থী অধ্যাপক এমএ মান্নানের কাছে ১১০ ভোটে হেরেছেন। বেসরকারি ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এ কেন্দ্রে এমএ মান্নান টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৮২০ ভোট। অন্যদিকে আজমত উল্লাহ খানের দোয়াত-কলম প্রতীকে ভোট পড়েছে ৭১০টি।
গতকাল সকালে আজমত উল্লা খান ৮টা ৫০ মিনিটে টঙ্গীবাজার লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্রে ভোট দেন। সকাল থেকেই ওই কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দেয়ার আগে এডভোকেট আজমত উল্লা খান বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। জয়ের ব্যাপারে আশাবাদী বলেও তিনি তখন জানান। বিকালে গণমাধ্যমের কাছে তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, জনরায়ের যে কোন ফলাফল মাথা পেতে মেনে নেবো।
সূত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।