আমাদের কথা খুঁজে নিন

   

কেন্দ্রে কেন্দ্রে সংগ্রাম কমিটি গঠন করা হবে : ম্যাডাম জিয়া

দেশ বিরোধী যে কেউ এই ব্লগে ডুকবিনা।

এই সংগ্রাম কিসের সংগ্রাম ............ ...যুদ্ধাপরাধীদের বাচানোর সংগ্রাম ? ...জঙ্গিবাদ ফিরিয়ে আনার সংগ্রাম ? ...দেশের বিদ্যুত প্রকল্পের টাকা চুরির সংগ্রাম ? ...তারেক কোকো আর হাওয়া ভবন ফিরিয়ে আনার সংগ্রাম ? ...দেশকে পরপর পাচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার সংগ্রাম? ...দেশে খাদ্য ঘাটতি তৈরী করে ভারত থেকে আমদানির সংগ্রাম? ...ম্যাডামের ক্যান্টনমেনটের বাড়ি ফিরে পাওয়ার সংগ্রাম ? কারণ গত পৌনে পাচ বছরে জনগনের কোনো মৌলিক সার্থে ম্যাডাম কোনো আন্দোলন করেছে বলেতো মনে পড়েনা ! আরেকটা কতা জানবার মুনচায় ...বিলেতে তারেক রহমান প্রতি মাসের খরচ নাকি বাসা ভাড়াসহ ৪২ লক্ষ টাকা . এত্তো টাহা উনি কই পায় ? ঐখানে কোনো কাজকামতো নাকি করেনা ! কুপি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.