পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) নির্বাচনী এলাকার নিজ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের কাছে হেরেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু।
পাবনা জেলা রিটানিং অফিসারের কন্ট্রোল রুমের ঘোষিত ফলাফলে জানা যায়, পাবনার বেড়া উপজেলার বৃশালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডক্টর আবু সাইয়িদ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এই ভোটকেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ হয়েছে ২ হাজার ১৪০ জন। স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডক্টর আবু সাইয়িদ এই কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১ হাজার ১২৯ জন। আর নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু পেয়েছে ৯৯১ ভোট। কম পেয়েছেন ১৩৮ ভোট।
এছাড়াও এই কেন্দ্রে নজরুল ইসলাম হাতুড়ি প্রতীকে ওয়ার্কাস পাটি থেকে পেয়েছে ১ এবং জাপা (মঞ্জু) বাই সাইকেল প্রতীক নিয়ে ইয়াছিন আরাফাত পেয়েছেন ৪টি ভোট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।